Partha: পরিকল্পনা করে বিধানসভায় অশান্তি ছড়াচ্ছে বিজেপি: পার্থ

0
1

রাজ্যের উন্নয়ন সহ্য করতে পারছে না। সেই কারণেই পরিকল্পনা করে বিধানসভায় অশান্তি ছড়াচ্ছে বিজেপি (BJP)। সোমবার, বিধানসভায় বিজেপি বিধায়কদের ধুন্ধুমারের প্রেক্ষিতে এই মন্তব্য করলেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। রামপুরহাট হত্যাকাণ্ডের জেরে সোমবার বেনজির তুলকালাম করেন বিজেপি বিধায়করা। নাক ফেটেছে তৃণমূলের অসিত মজুমদারের। তাঁর অভিযোগ, আঘাত করেছেন, চশমা ভেঙে দিয়েছেন বিরোধী দলনেতা।

গোটা ঘটনাই ষড়যন্ত্রমূলক বলে মন্তব্য করেন পার্থ। তাঁর মতে, বাইরে যে ধরনের অশান্তি করছে, বিধানসভার অন্দরেও সেটাই করতে চাইছেন বিজেপি বিধায়করা। শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করতে চাইছে। রাজ্যের উন্নয়ন সহ্য করতে না পেরেই এই আচরণবলে অভিযোগ পার্থর। ঘটনা তারা সাংবিধানিক ভাবে মোকাবিলা করবেন বলেও জানিয়ে দিয়েছেন তিনি।