Bogtui Update: দ্বিতীয় দিনের তদন্তে মহিলাদের জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের, বয়ান সংগ্রহ আহতদেরও

0
1

তদন্ত শুরু করেই রবিবার, বগটুই গ্রামের (Bogtui Village) বাসিন্দাদের পাশাপাশি আহতদের সঙ্গে কথা বলল সিবিআই (CBI)। এদিন সকালে প্রথমে ঘটনাস্থলের আশপাশে যান সিবিআই (CBI) আধিকারিকরা। সেখানে বাড়িতে থাকা মহিলাদের সঙ্গে কথা বলে ২১ মার্চ ঘটনার রাতে কী ঘটেছিল তা জানতে চান তাঁরা। কোনও প্রত্যক্ষদর্শী আছেন কি না, সেই খোঁজও নেয় সিবিআই (CBI)।

বাংলায় যত সামাজিক প্রকল্প আছে, দেশের কোথাও নেই, সরকারি প্রকল্প উদ্বোধন করে বললেন মুখ্যমন্ত্রী

এ দিন টিমের সঙ্গে বৈঠক করেন সিবিআইয়ের ডিআইজি (DIG) অখিলেশ কুমার সিং এবং জয়েন্ট ডিরেক্টর ঘনশ্যাম উপাধ্যায়৷ তদন্ত কোন পথে কী ভাবে এগোবে সেই সংক্রান্ত আলোচনাই হয় বলে সিবিআই সূত্রে খবর৷ সকালেই চিকিৎসাধীন আহতদের বয়ান সংগ্রহ করেন তদন্তকারী আধিকারিকরা। রামপুরহাট (Rampurhat) হাসপাতালে যায় সিবিআই-এর একটি দল৷ এদিনও বগটুই গ্রামের অগ্নিদগ্ধ বাড়ির ছাদে উঠে থ্রি ডি স্ক্যানারের(3D Scanner) সাহায্যে তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ৭ এপ্রিলের মধ্যে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআই-কে ৷