এবার কলকাতা ময়দানে আত্মপ্রকাশ করতে চলেছে তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্লাব ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। সূত্রের খবর, সব কিছু ঠিক থাকলে আগামী পয়লা বৈশাখে কলকাতা ময়দানে আত্মপ্রকাশ করতে চলেছে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব।

জানা যাচ্ছে, আইএফএয়ের কাছে ইতিমধ্যেই প্রথম ডিভিশনের লিগে খেলার জন্য আবেদন করা হয়েছ ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের তরফ থেকে। এছাড়াও জানা যাচ্ছে ক্লাবের সচিব পদে রয়েছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। সভাপতি পদে রয়েছেন গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়। দলের কোচ করা হয়েছে কৃষ্ণেন্দু রায়কে। সূত্রের খবর, এই ক্লাবকে ‘ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব’ নামেই প্রথম লিগে খেলতে দেখা যাবে।
আইএফএ সূত্রের খবর, রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার পদাধিকারীদের সঙ্গে ইতিমধ্যেই এই নিয়ে কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে নিয়ম মেনেই লিগ খেলতে চেয়ে আবেদন পত্রও জমাও দেওয়া হয়েছে।
আরও পড়ুন:IPL: দিল্লি ক্যাপিটালসের কাছে ৪ উইকেটে হারল মুম্বই ইন্ডিয়ান্স












































































































































