Pv Sindhu: সুইস ওপেনের মহিলা সিঙ্গলসে খেতাব জয় পিভি সিন্ধুর

0
1

সুইস ওপেনের (Swiss Open) মহিলা সিঙ্গলসে খেতাব জয় পিভি সিন্ধুর (Pv Sindhur)। রবিবার ফাইনালে তিনি হারালেন থাইল্যান্ডের বুসানান ওংবামরুংফানকে। ম‍্যাচের ফলাফল ২১-১৬, ২১-৮ । মাত্র ৪৯ মিনিটেই শেষ হয়ে যায় ফাইনাল ম্যাচ। তবে এদিন সিন্ধু জিতলেও, হেরে গেলেন এইচএস প্রণয়।

এদিন আক্রমণাত্মকভাবে ম্যাচ শুরু করেছিলেন সিন্ধু। প্রথমে ৩-০ তে এগিয়েও যান তিনি। বুসানান অবশ্য প্রত্যাবর্তন করেন এবং স্কোরকে ৭-৭-এ সমতায় ফেরান। প্রথম গেমে তবু একটু লড়াই দিয়েছিলেন বুসানান। কিন্তু দ্বিতীয় গেমে দাঁড়াতেই পারেননি তিনি। এবছর এটি দ্বিতীয় বিডব্লিউএফ খেতাব হল সিন্ধুর। এর আগে সৈয়দ মোদি ওপেন জিতেছিলেন তিনি।

আরও পড়ুন:India Team: ‘ঝুলনের জন‍্য ম‍্যাচটা জিততে চেয়ে ছিলাম’, প্রোটিয়াদের কাছে হারের পর জানালেন মিতালি