শুরু হয়ে গিয়েছে আইপিএল( IPL)। গত শনিবার আইপিএলের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস (CSK)। সেই ম্যাচেই খেলতে নেমে এক অনন্য নজির গড়লেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। কেকেআরের বিরুদ্ধে খেলতে নেমে অর্ধশতরান করেন তিনি। আর অর্ধশতরান করতেই রেকর্ড গড়লেন ধোনি। সব থেকে বেশি বয়সে অর্ধশতরান করার রেকর্ড গড়লেন তিনি। টপকে গেলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid)। কেকেআরের বিরুদ্ধে শতরান করতেই ধোনির ব্যাট থেকে আইপিএলে এল তিন বছর পরে অর্ধশতরান। শেষ বার ২০১৯ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ৪৮ বলে ৮৪ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
গত শনিবার আইপিএলের ইতিহাসে সব থেকে বয়স্ক ক্রিকেটার হিসাবে অর্ধশতরান করলেন মহেন্দ্র সিং ধোনি। ৪০ বছর ২৬২ দিন বয়সে এই কীর্তি গড়লেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল ভারতের দুই প্রাক্তন ক্রিকেটারের দখলে। ২০১৩ সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩৯ বছর ৩৬২ দিনের মাথায় অর্ধশতরান করেছিলেন সচিন তেন্ডুলকর। সেই বছরই অবশ্য তাঁর রেকর্ড ভাঙেন রাহুল দ্রাবিড়। ডেকান চার্জার্সের বিরুদ্ধে ৪০ বছর ১১৬ দিন বয়সে অর্ধশতরান করেছিলেন তিনি। আর গত শনিবার সবার রেকর্ড ভেঙে দিলেন ধোনি।
আরও পড়ুন:KKR: জয় দিয়ে আইপিএলের অভিযান শুরু করল কলকাতা নাইট রাইডার্স