Corona update: দেশে বাড়ছে করোনায় মৃতের সংখ্যা,দৈনিক সংক্রমণ নিয়ন্ত্রণে

0
2

এই মাসের শেষেই উঠে যাচ্ছে করোনা (Corona)সংক্রান্ত বিধি নিষেধ। কিন্তু তার আগেই উদ্বেগ বাড়িয়ে দেশে বাড়ল দৈনিক মৃত্যু (Death)হার। পরিসংখ্যানেও যোগ হল নতুন সংখ্যা। চিন্তা বাড়াচ্ছে করোনা(Corona)!যদিও সংক্রমণ নিয়ন্ত্রণে।

আনন্দ পরিণত হলে শোকে, বিয়েবাড়ি যাওয়ার পথে বাস দুর্ঘটনায় মৃত একাধিক

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২১ জন। তবে চিন্তার কারণ দৈনিক মৃত্যু(Death)। যে সংখ্যাটা ৫০ এর নিচে নেমে গেছিল, একধাক্কায় তা পৌঁছে গেল ১৫০এর গণ্ডিতে।

এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৬ হাজার ১৮৭ জন। চিকিৎসকেরা বলছেন সংক্রমণ তুলনামূলক ভাবে অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু উদ্বেগ বাড়ছে মৃত্যুহার নিয়ে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ১৪৯ জন।এখনও পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা  ৫ লক্ষ ২১ হাজার ৪ জন। পাশাপশি অবশ্য স্বস্তিদায়ক সুস্থতার হার। রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৮২ হাজার ২৬২ জন করোনাকে জয় করেছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৮২৬ জন।