রাষ্ট্রপতির সঙ্গী হয়ে বিদেশ সফরে দিলীপ ঘোষ

0
1

ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে তুর্কমেনিস্তান এবং নেদারল্যান্ডস সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (president Ramnath Kovind) । রাষ্ট্রপতির সঙ্গে এই সফরে থাকছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও (Dilip Ghosh) । আগামী ১ এপ্রিল থেকে ৭ এপ্রিল পর্যন্ত এই সফর সূচি তৈরি হয়েছে।

ভারতের বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, তুর্কমেনিস্তানের প্রেসিডেন্টের আমন্ত্রণে আগামী ১ এপ্রিল থেকে ৪ এপ্রিল পর্যন্ত চার দিনের সফরে তুর্কমেনিস্তান যাবেন রাষ্ট্রপতি । স্বাধীন তুর্কমেনিস্তানে এটাই হতে চলেছে কোনও ভারতীয় রাষ্ট্রপতির প্রথম সফর। তুর্কমেনিস্তান সফরের পরইনেদারল্যান্ডস সফরের সূচি তৈরি হয়েছে। রাজা উইলিয়ম আলেকজ়ান্ডার এবং রানি ম্যাক্সিমার আমন্ত্রণে ৪-৭ এপ্রিল পর্যন্ত নেদারল্যান্ডসে থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিদেশ মন্ত্রকের সূত্রে জানানো হয়েছে এবছর ভারত – নেদারল্যান্ডস কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর উদযাপন করছে দুই দেশ। সেই প্রেক্ষিতে রাষ্ট্রপতির এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আর এই গোটা সফরেই রাস্ট্রপতির সঙ্গী হবেন দিলীপ ঘোষ।