হয়নি সাবওয়ে, কোন্নগর-রিষড়া স্টেশনে চলছে ঝুঁকির পারাপার

0
1

সুমন করাতি: ওভারব্রিজ থাকলেও তার উচ্চতা অত্যন্ত বেশি। সবার পক্ষে সেটা ব্যবহার সম্ভব হয় না। ফলে দাবি ছিল সাবওয়ের। কিন্তু রেলের বারংবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তৈরি হয়নি কোন্নগর (Konnagar) ও রিষড়া (Rishra) স্টেশনের সাবওয়ে (Subway)। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন ডিঙিয়ে যাতায়াত করছেন যাত্রীরা। হামেশাই ঘটছে দুর্ঘটনা। পরিস্থিতি মোকাবিলায় রেলের ডিভিশনাল ম্যানেজারকে সাবওয়ে তৈরির দাবি জানিয়েছি স্মারকলিপি জমা দিল অল ইন্ডিয়া সিটিজেন ফোরাম।

আরও পড়ুন-উত্তরপ্রদেশ বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পেলেন অখিলেশ যাদব

দেড় পাতার চিঠিতে ফোরাম জানিয়েছে, প্রতিদিন হাজার হাজার নিত্যযাত্রী রেল লাইন টপকে স্টেশনে আসেন। ওভারব্রিজ থাকলেও, সেটার উচ্চতা অনেকটা বেশি থাকায় বয়স্ক মানুষেরা যাতায়াত করতে পারেন না। এছাড়া কোন্নগর স্টেশনের সঙ্গে শহর ও গ্রামীণ এলাকার সংযোগ রক্ষা করার জন্য রাস্তা থাকলেও সেটি সঙ্কীর্ণ হওয়ায় দীর্ঘক্ষণ যানজট লেগেই থাকে। ২০১৮ সালে একই দাবি নিয়ে রেল ও রাজ্য প্রশাসনকে অল বেঙ্গল সিটিজেন ফোরাম চিঠি দেওয়ার পরেও কোনো কাজ হয়নি। কারণ, এটি রেলের এক্তিয়ারভুক্ত। সেই কারণেই নতুন করে রেলদফতরের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে জানিয়েছেন ফোরামের সম্পাদক শৈলেন পর্বত। তিনি বলেন, “আমাদের সংগঠনের বরুণ দাস, হারাধন ঘোষেরা রেলের ডিভিশনার অফিসারকে স্মারকলিপি জমা দেওয়া ছাড়াও উচ্চ পদস্থ আধিকারিকদের ইমেল করে সাবওয়ের (Subway) দাবি জানিয়েছি।“ এখন রেলের কবে টনক নড়ে সেটাই দেখার।