ভোর বেলায় শৌচালয় যাওয়ার সময় বাড়ির উঠোনে পা দিতেই ছিনতাইবাজরা হামলা চালায়।মহিলা কিছু বুঝে ওঠার আগেই তার মুখ চেপে ধরে দুষ্কৃতীরা। গায়ের সমস্ত গয়না খুলে নেওয়ার চেষ্টা করে তারা। বাধা দিতে গেলে মহিলার গলায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে সমস্ত গয়না লুঠ করে পালায়।
শনিবার ভোরে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চাঁচল থানার বৈরগাছি গ্রামে। আক্রান্ত বধূর নাম লুৎফা খাতুন । মহিলার চিৎকার শুনে বাড়ির লোকজন ছুটে আসেন । ছুটে আসেন প্রতিবেশীরাও । সকলে মিলে রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে স্থানীয় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান । কিন্তু আঘাত যথেষ্ট গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাঁকে মালদহ মেডিকেল কলেজে রেফার করে দেন। চাঁচল থানায় এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁর বাবা লতিফুর রহমান। দুষ্কৃতীদের খোঁজ চলছে । এখনো কেউ গ্রেফতার হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । লুঠ হওয়া গয়নাগুলো উদ্ধারের চেষ্টা চলছে। মহিলার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।