মুখ্যমন্ত্রীর উদ্যোগে দার্জিলিং , কালিম্পং -এর ৯টি কলেজের বকেয়া মিটিয়ে দিচ্ছে অর্থ দফতর

0
1

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শিক্ষক ও শিক্ষা কর্মীদের দীর্ঘদিনের বকেয়া প্রাপ্য এবার ছাড়পত্র পেল। জিটিএ-র অন্তর্ভূক্ত দার্জিলিং ও কালিম্পঙ জেলার ৯টি কলেজের শিক্ষক ও শিক্ষাকর্মীদের দীর্ঘদিনের বকেয়া বাবদ পাওনা ৭ কোটি ৭৭ লক্ষ ৯৮ হাজার ৩৬৫ টাকা ছাড়পত্র পেল অর্থ দফতরের।

এই কলেজগুলি সরাসরি উচ্চশিক্ষা দপ্তরের অধীনে না থাকায় এবং জিটিএ-র হাতে এর অর্থ বণ্টনের দায়িত্ব থাকায় কলেজের বকেয়া বন্টনের ক্ষেত্রে প্রায়শই অনিয়ম লক্ষ্য করা যায় | সরকার থেকে টাকা ঠিক সময়ে এলেও স্কুল ও অন্যান্য প্রাপ্য বকেয়ার ক্ষেত্রে যে তৎপরতা দেখা যায়, কলেজগুলির ক্ষেত্রে সেই তৎপরতা সব সময় দেখা যায় না। ফলে প্রাপ্য থাকলেও তা বাকি রয়ে যায়।

প্রতিবারের মতো এবারও WBCUPA মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই বিষয়ে আবেদন জানায় এবং তাঁর দফতরের হস্তক্ষেপে অবশেষে এই দীর্ঘ জটিলতার সমাধান হয় | WBCUPA র পার্বত্য কলেজ শাখা গতকাল দার্জিলিং প্রেস গিল্ড – এ সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানায় এবং মুখ্যমন্ত্রী ও তাঁর দফতরকে বিশেষভাবে ধন্যবাদ ও শ্রদ্ধাজ্ঞাপন করে |