মালদহের কালিয়াচকে বিস্ফোরণে নিহত তিন বছরের শিশু

0
2

মালদহের কালিয়াচকে একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ হয়। শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ কালিয়াচকের নয়াগ্রামের একটি বাড়িতে এই বিস্ফোরণ হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে এই বিস্ফোরণের তীব্রতায় ৩ বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। শুধু তাই নয় বিস্ফোরণের তীব্রতায় উড়ে গিয়েছে বাড়ির চাল। দেওয়ালের একাংশ ভেঙে পড়েছে।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গেছে, সম্ভবত গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ। দুর্ঘটনার সময় বাড়িতে রান্না হচ্ছিল । রান্না চলাকালীন গ্যাস সিলিন্ডার ফেটে যায়। তবে সত্যিই গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখছে পুলিশ। বাড়িটি ঘিরে রাখা হয়েছে । মালদহের ডেপুটি পুলিশ সুপার ও কালিয়াচক থানার আইসি-র নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী  ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে।