KKR: জয় দিয়ে আইপিএলের অভিযান শুরু করল কলকাতা নাইট রাইডার্স

0
1

জয় দিয়ে আইপিএলের (IPL) অভিযান শুরু করল কলকাতা নাইট রাইডার্স (KKR)। শনিবার প্রথম ম‍্যাচে চেন্নাই সুপার কিংসকে ( CSK) হারাল ৬ উইকেটে। কেকেআরের হয়ে দুরন্ত ব‍্যাটিং অজিঙ্কে রাহানের।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক শ্রেয়স আইয়র। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩১ রান করে সিএসকে। সিএসকের হয়ে লড়াই করেন মহেন্দ্র সিং ধোনি। অর্ধশতরান করে অপরাজিত থাকেন তিনি। ২৮ রান করেন রবিন উথাপ্পা। কেকেআরের হয়ে দুই উইকেট উমেশ যাদব, একটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী এবং আন্দ্রে রাসেল।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় কেকেআর। ৪৪ রান করেন রাহানে। ২৫ রান করেন সাম বিলিংস। সিএসকের হয়ে তিন উইকেট নেন ব্রাভো। একটি উইকেট নেন মিচেল স্টানার।

আরও পড়ুন:সুইস ওপেনের সেমিফাইনালে কিদাম্বি শ্রীকান্ত