করোনার ব্যাপক বাড়বাড়ন্তে আন্তর্জাতিক উড়ানে(international flight) কড়া বিধিনিষেধ লাগু করেছিল ভারত সরকার। তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর সে বিধি-নিষেধ(Covid restriction) এবার শিথিল করা হলো। শনিবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার(Airport authority of India) তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য বিমানে তিনটি আসন ফাঁকা রাখার আর প্রয়োজন নেই।
এয়ারপোর্ট অথরিটি সূত্রে নয়া নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, দূরত্ববিধি বজায় রাখতে বিমানের তিনটি আসন ফাঁকা রাখার আর প্রয়োজন নেই। ক্রু মেম্বারদের পরতে হবে না পিপিই কিট। তবে বাধ্যতামূলকভাবে ক্রু মেম্বার ও যাত্রীদের মাস্ক পরতেই হবে। আগামী ২৭ মার্চ থেকে নিয়মিত আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু থাকবে।
আরও পড়ুন:উত্তরপ্রদেশ বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পেলেন অখিলেশ যাদব
উল্লেখ্য, করোনা পরিস্থিতির বাড়বাড়ন্ত জেরে ২০২০ সালের ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবায় বিধি-নিষেধ জারি করেছিল ভারত সরকার। অবশেষে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর অতীতের বিধিনিষেধে কিছুটা রাশ টেনে পুনরায় চালু হচ্ছে আন্তর্জাতিক অসামরিক বিমান পরিষেবা।