চলতি বছরের উচ্চমাধ্যমিক ( Higher Secondary ) পরীক্ষা হবে হোম সেন্টারে (Home Centre) । অর্থাৎ, অন্য স্কুলে গিয়ে নয় পরীক্ষার্থীরা নিজের নিজের স্কুলে বসেই পরীক্ষা দেবেন। জানিয়ে দিল সংসদ । মোট ৬ হাজার ৭২৭টি পরীক্ষা কেন্দ্রে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন , অতিমারির জেরে সাবধানতার জন্যই এ বছর হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা যাতে সঠিক ভাবে পরিচালিত হয়, তার জন্য এই সিদ্ধান্ত । এই সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট স্কুলগুলিতে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে।
নিয়মাবলী :
১) সকাল ১০টায় শুরু হবে পরীক্ষা। শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে।
২) প্রশ্নপত্র পড়া এবং উত্তর লেখার জন্য সব মিলিয়ে ৩ ঘণ্টা ১৫ মিনিট পাবেন পরীক্ষার্থীরা ।
৩) ভোকেশনাল সাবজেক্ট, হেলথ, ফিজিকাল এডুকেশন, মিউজিক এবং ভিস্যুয়াল আর্টসের পরীক্ষার সময়সীমা দু’ঘণ্টা।
৪) পরীক্ষা চলাকালীন প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে
৫) যে দিন যে বিষয়ের উপর পরীক্ষা সেই বিষয়ের শিক্ষক পরীক্ষার অন্য কোনও কাজে যুক্ত থাকবেন না।