ছেঁড়া জিনস পরে ঢোকা যাবে না, এবার পোশাক বিতর্ক খাস কলকাতার কলেজে

0
2

এবার থেকে ছেঁড়া জিনস (Dress Code Controversy) পরে আসা যাবে না কলেজে। এই নির্দেশ অমান্য করলেই পড়ুয়াদের দেওয়া হবে ট্রান্সফার সার্টিফিকেট। জানা গিয়েছে, এমনই নোটিশ দেওয়া হয়েছে আচার্য জগদীশচন্দ্র বসু কলেজে (Acharya Jagadish Chandra Bose College)। যা নিয়ে শুরু হয়েছে শোরগোল।

কলেজের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ জানানো হয়েছে, এবার থেকে কলেজে আর কেউ টর্ন বা ছেঁড়া জিনস পরে আসতে পারবেনা। নির্দেশ অমান্য করলে পড়ুয়াদের ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হবে বলেও হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এরমধ্যে কলেজের একাংশের ছাত্র-ছাত্রীরা এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

আরও পড়ুন-Chhattisgarh: মেয়ের মৃতদেহ কাঁধে নিয়ে ১০ কিলোমিটার হাঁটলেন বাবা!

কয়েকদিন আগে কর্ণাটকে হিজাব পরা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। আর এবার খাস কলকাতার এক কলেজে এমন নোটিশ দেখা যেতেই শুরু হয়েছে বিতর্ক (Dress Code Controversy)।