কলকাতা হাইকোর্টের নির্দেশ বগটুইকাণ্ডের তদন্তের কাজ শুরু করল সিবিআই । ডিআইজি অখিলেশ সিংহের নেতৃত্বে ৩০ সদস্যের সিবিআই -এর একটি বিশাল দল তদন্তের কাজ করছে ।শনিবার সকাল থেকেই বেশ কয়েকটি ছোট ছোট দলে ভাগ হয়ে কাজ শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতকাল রাতেই এই দলটি রামপুরহাটে পৌঁছেছে। তদন্তকারী দলে অফিসারসহ রয়েছেন মোট ৩০ জন।
ছোট ছোট দলে ভাগ হয়ে রামপুরহাটের একাধিক ঘটনাস্থল ঘুরে দেখে সেখান থেকে নমুনা ও তথ্য সংগ্রহ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রে জানানো হয়েছে দলগুলি কেউ রামপুরহাট থানা, কেউ হাসপাতাল, কেউ বগটুইয়ের ঘটনাস্থল ঘুরে ঘুরে দেখবে। সকলের সঙ্গে কথা বলবে। থানায় গিয়ে মামলার সমস্ত নথি, কেস ডায়েরি সংগ্রহ করার কথা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারদের। এই ঘটনায় মূল অভিযুক্ত আনারুল হোসেন সহ এখনো পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে । তাদের সকলের সঙ্গেই কথা বলবেন অফিসাররা। আরো ৭০ জন পলাতক। তাদের খোঁজ নেওয়ার চেষ্টা করা হবে বলে জানানো হয়েছে । পাশাপাশি সাঁইথিয়ার বাতাসপুরে আশ্রয় নিয়েছে স্বজনহারা কয়েকটি পরিবার। সিবিআইয়ের একটি দল সেখানেও যাবে বলে জানা গিয়েছে । তাদের প্রত্যেকের সঙ্গেই আলাদা আলাদা করে সঙ্গে কথা বলতে পারেন তারা।
এদিকে শুক্রবার হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে পুলিশের এফআইআর এবং প্রাথমিক রিপোর্টের ওপর ভিত্তি করেই সিবিআই তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাবে।