Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

0
1

১) আইলিগে এগিয়ে থেকেও গোকুলাম কেরালা এফসির  সঙ্গে ১-১ গোলে ড্র করল মহামেডান স্পোর্টিং ক্লাব। সাদা-কালো ব্রিগেডের হয়ে একমাত্র গোলটি করেন রুদোভিচ।

২) আজ থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম‍্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। সিএসকেকে সমীহ নাইট কোচ ব্রেন্ডন ম্যাককালামের। ধোনিদের বিরুদ্ধে বেঙ্কটেশের সঙ্গে ওপেনিং-এ কে তা নিয়ে ধোঁয়াশা রাখলেন ম্যাককালাম।

৩) ইচ্ছে থাকলেও যুক্তিহীন সংবিধানের জন‍্য আইপিএলের ধারাভাষ‍্য দিতে পারেনি, এক সাংবাদিক সম্মেলনে এসে বিসিসিআইয়ের প্রতি ক্ষোভ উগরে দিয়ে এমনটাই জানালেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ভারতীয় দলে কোচের পদ ছাড়ার পর, ২০২২ আইপিএল থেকে ফের ধারাভাষ‍্যে ফিরছেন শাস্ত্রী।

৪) আইপিএলের ম‍্যাচে নামার আগে আরসিবিকে ‘বিরাট’ বার্তা শাস্ত্রীর। কোথায় ব্যাটিং করতে পারেন বিরাট কোহলি? সেই প্রশ্ন নিয়ে মুখ খুললেন শাস্ত্রী। বললেন, কোহলি কোথায় ব্যাট করবে তা দলের ভারসাম্যের উপরেই নির্ভর করছে।

৫) সুইস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু এবং কিদম্বি শ্রীকান্ত। এদিন সিন্ধু হারালেন তুরস্কের নেসলিহান ইগিতকে। ম‍্যাচের ফলাফল ২১-১৯, ২১-১৪। ম‍্যাচে এদিন নেসলিহান ইগিতর বিরুদ্ধে দাপট দেখান অলিম্পিক্সে পদক জয়ী ভারতীয় শাটলার।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ : breakfast news