সেকেন্দ্রাবাদ থেকে হাওড়ায় আসছে ফলকনুমা এক্সপ্রেস (Falaknuma Express)৷ পশ্চিম মেদিনীপুরের (West Medinipore) বেলদা স্টেশনের কাছে আচমকা বিভ্রাট। চলন্ত ট্রেনের কাপলিং ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায় তিনটি কামরা৷ বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর বিষয়টি বুঝতে পারেন ফলকনুমা এক্সপ্রেসের চালক। ট্রেনটিকে (Train) দাঁড় করিয়ে ফের ফিরিয়ে নিয়ে যান। বিচ্ছিন্ন হয়ে যাওয়া তিনটি কামরা জোড়া হয়৷ ঘটনায় বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে, আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা।
প্রত্যক্ষদর্শীদের মতে, বেলদা স্টেশনের কাছাকাছি হঠাৎ চলন্ত ট্রেন থেকে একটি শীতাতপ এবং ২টি সাধারণ কামরা বিচ্ছিন্ন হয়ে যায়৷ বাকি বাইশটি কামরা এগিয়ে যায় প্রায় এক কিলোমিটার। বিষয়টি বুঝতে পেয়ে আপতকালীন ব্রেক কষেন চালক৷ ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা৷ ইঞ্জিন সমেত বাকি ট্রেন ফিরিয়ে নিয়ে গিয়ে তিনটি কামরা ফের জুড়ে দেওয়া হয়৷ খড়্গপুরের দিকে রওনা হয় ট্রেনটি। ঘটনার জেরে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ বিপত্তির জন্য রেলের গাফিলতির দিকেই আঙুল তোলেন যাত্রীরা৷ ঘটনার জেরে প্রায় ৪৫ মিনিট আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়৷