KKR: সিএসকের বিরুদ্ধে ওপেনিংয়ে বেঙ্কটেশ আইয়ারের সঙ্গী কে? কী বললেন নাইট কোচ ম্যাককালাম?

0
1

আগামীকাল থেকে শুরু হচ্ছে আইপিএল( IPL)। প্রথম ম‍্যাচে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মুখোমুখি চেন্নাই সুপার কিংস( CSK)। প্রথম ম‍্যাচে সিএসকের বিরুদ্ধে নামার আগে নিজেদের গুছিয়ে নিতে ব‍্যস্ত কেকেআর। তবে প্রথম ম‍্যাচে ওপেনিংয়ে বেঙ্কটেশ আইয়ারের সঙ্গী কে হবেন, তা নিয়ে ধোঁয়াশা রাখলেন নাইট কোচ ব্রেন্ডন ম্যাককালাম।

কেকেআরের হয়ে কে ওপেন করবেন, সেই প্রশ্নের জবাবে শুক্রবার সাংবাদিক সম্মেলনে  ম্যাককালাম বলেন, ” হ‍্যাঁ, ঠিক করে ফেলেছি। তবে এখন সেটা এখানে বলব না। কে আমাদের হয়ে ওপেন করবে, তা বোঝার জন্য আপনাকে রকেট সায়েন্টিস্ট হতে হবে না। আমাদের দলে অনেক পাওয়ার হিটার আছে। টেকনিকও দরকার। যাতে ভারসাম্য তৈরি করতে পারে।”

কেকেআরের হাতে ওপেনার হিসেবে খেলানোর সুযোগ রয়েছে অজিঙ্কা রাহানেকে। তবে সম্প্রতি একেবারেই ছন্দে নেই তিনি। ভারতের টেস্ট টিম থেকেও বাদ পড়েছেন রাহানে। রঞ্জি ট্রফিতেও ব‍্যাটে রান পাননি তিনি। কেকেআরের দুটি অনুশীলন ম্যাচেও ব্যর্থ হয়েছেন রাহানে। ওপর দিকে দলে রয়েছেন স‍্যাম বিলিংস। ওপেনিংয়ের দৌড়ে এগিয়ে রয়েছেন তিনিও। ইনিংসের শুরুতে তাঁর দ্রুত রান তোলার ক্ষমতা আছে। তাই ওপেনিংয়ে বেঙ্কটেশ আইয়ারের সঙ্গী কে হবেন তা নিয়ে ধোঁয়াশা রেখেই দিলেন ম্যাককালাম।

প্রথম ম‍্যাচে প্রতিপক্ষ সিএসকে। প্রতিপক্ষকে সমীহ নাইট কোচের। তবে জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করতে চান ম্যাককালাম।

আরও পড়ুন:Ravi Shastri: ‘বিসিসিআইয়ের যুক্তিহীন সংবিধানের জন‍্য আইপিএলে ধারাভাষ‍্য দিতে পারেনি’ বললেন শাস্ত্রী