ভাদু শেখকে বোমা মেরে খুনের অভিযোগে গ্রেফতার তাঁর শ্যালক

0
1

রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধানকে বোমা মেরে খুন করার অভিযোগে মৃতের শ্যালক রাজেশ শেখ-সহ আরও এক ব্যক্তিকে আটক করল পুলিশ। আটক দুই ব্যক্তিকেই জিজ্ঞাসাবাদ করছে বীরভূম জেলা পুলিশ। এই নিয়ে মোট গ্রেফতার করা হল ২৩ জনকে।

আরও পড়ুন:বগটুইয়ের ঘটনায় হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের নির্দেশ

ভাদু শেখের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় স্থানীয় ব্লক তৃণমূল সভাপতি আনারুল হোসেনকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দেওয়ার আড়াই ঘণ্টার মধ্যে তারাপীঠ থেকে গেফতার করা হয় আনারুল হোসেনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই আনারুলের মোবাইল সক্রিয় ছিল। আনারুলের ফোনের টাওয়ারের লোকেশন ধরেই তারাপীঠের একটি হোটেলের কাছ থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর ব্লক সভাপতির পদ থেকেও অপসারিত করা হয়ে তাঁকে।


প্রসঙ্গত, রামপুরহাটের বগটুইয়ের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে CBI-এর টিম। CBI আগামী ৭ এপ্রিলের মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেবে হাইকোর্টে।