অপারেশন শুরুর মুহূর্তেই ওটিতে ভয়াবহ আগুন, আতঙ্ক হাসপাতালে

0
1

অপারেশন থিয়েটারে ভয়াবহ আগুন, আতঙ্ক হাসপাতালে। এক প্রসূতির অস্ত্রোপচার হওয়ার ঠিক আগের মুহূর্তেই পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে ভয়াবহ অগ্নিকাণ্ডর ঘটনা ঘটল। প্রসূতির অস্ত্রোপচার হওয়ার ঠিক আগের মুহূর্তেই আগুন নজরে আসে হাসপাতাল কর্তৃপক্ষের। সঙ্গে সঙ্গেই হাসপাতাল কর্তৃপক্ষ ওই প্রসূতিকে অপারেশন থিয়েটার থেকে বের করে অন্যত্র স্থানান্তরিত করে।   সেখানেই তিনি সন্তানের জন্ম দেন।

খবর পেয়েই সঙ্গে সঙ্গে হাসপাতালে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। দমকলের দুটি ইঞ্জিনের সহায়তায় প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণে এই আগুন লেগেছে বলে মনে করছে  দমকল বিভাগ। যদিও অগ্নিকাণ্ড ভয়াবহ আকার নেওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও দমকল বিভাগ।