বিয়ে বাড়ি যাওয়ার সময় পথ দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। জখম অরো আটজন। শুক্রবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার আমবাজার ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে একটি বোলেরো গাড়ি করে মুর্শিদাবাদ জেলার ওমরপুর থেকে শিলিগুড়িতে বিয়ে বাড়ি যাচ্ছিলেন ১০ জন। ঠিক সেই সময় ইংলিশ বাজার থানার আম বাজার বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বোলেরো গাড়ি উল্টে যায়। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাস্থলেই গাড়ির চালক সহ দুজনের মৃত্যু হয়েছে। অরো আট জন অহত হয়েছেন। তারা মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে।