NAAD: মিশ্র সংস্কৃতির সংযোগস্থল ‘ নাদ’

0
1

পন্ডিত বিক্রম ঘোষ -এর দ্বারা উপস্থাপিত একটি অনন্য সংগীত ও নৃত্য উৎসব আয়োজিত করা হয়েছে – ‘নাদ’, উৎসব প্রাঙ্গণ উপস্থিত থাকবে আরও বহু গুনী ব্যক্তিগণ। মোট তিন দিন ধরে চলবে এই উৎসব ভারতীয় বিদ্যাভবনে। ‘ নাদ’ উদযাপনে সাদর আমন্ত্রণের ডাক দিয়েছেন পন্ডিত বিক্রম ঘোষ।

যেকোনো কলা-কে সংরক্ষিত রাখার দায়িত্ব মানুষেরই। ভারতবর্ষের মতো প্রাচ্যদেশে যেখানে সঙ্গীত ও নৃত্য সর্ব চর্চিত বিষয়, এই সংগীত ও নৃত্যকলাকে মানুষের মনের জায়গায় আরও প্রশস্ত করার উদ্দেশ্যও ‘নাদ ‘ – এর। আজ অর্থাৎ ২৫শে মার্চ থেকে পর পর তিনদিন ধরে চলবে এই উৎসব। সংগীত জগতের আলোকিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত থাকবে শ্রী দেবাশীষ ভট্টাচার্য্য, বিদ্বান রাজেশ বৈদ্য, এস শেখর এছাড়াও পন্ডিত অনিন্দ্য চ্যাটার্জী প্রমুখ; থাকবে তাঁদের কিছু বিশেষ আকর্ষণীয় পারফরম্যান্স। নৃত্য জগতের খ্যাতনামা নৃত্যশিল্পীদের মধ্যে থাকবে বিদুষী বৈদ্যনাথ এবং বিদুষী শর্মিলা বিশ্বাস। তাঁদের দ্বারা আয়োজিত করা হয়েছে মিশ্র সংস্কৃতির কিছু বিশেষ নাচ। নৃত্যশিল্পী শর্মিলা বিশ্বাসের কথায়, বর্তমানে তরুণ যুগ প্রথাগত নৃত্য যেমন- ওডিসি ভারতনাট্যম- এর থেকে পাশ্চাত্য নৃত্যকলার সঙ্গে খুব সহজেই পরিচিত হয়ে যায়। ফলে বলা যায়, ‘ নাদ ‘-এমন একটা উন্মুক্ত প্রাঙ্গণ যেখানে প্রাচ্য এবং পাশ্চাত্য সংস্কৃতির সঙ্গীত এবং নৃত্যকে একই সঙ্গে পরিবেশন করা হবে দেখা যাবে।

আরও পড়ুন:স্বাস্থ্যসাথী কার্ডের প্রশংসায় এবার বালিগঞ্জের বিজেপি প্রার্থীর স্বামী