খবর করার নামে মহিলার কাছ থেকে ৪০ হাজারের বেশী টাকা নেওয়ার অভিযোগে ধৃত ভূয়ো সাংবাদিক।
ঘটনাটি চুঁচুড়া থানা এলাকার। কোলকাতার বরানগর এলাকার এক মহিলার অভিযোগের ভিত্তিতে চুঁচুড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ধৃতের নাম অমিতাভ চক্রবর্তী। পুলিশ সূত্রে খবর ধৃত অমিতাভ চক্রবর্তী নিজেকে কখনও বরানগর আবার কখনও হুগলীর উত্তরপাড়ার বাসিন্দা বলে দাবি করেন।

বরানগরের এক মহিলার পারিবারিক সমস্যা সমাধানের প্রলোভন দেখিয়ে কয়েক ধাপে চল্লিশ হাজারের বেশী টাকা নিয়েছে বলে অভিযোগ। অমিতাভ জানায় সে ও তাঁর স্ত্রী আসানসোলের একটি পোর্টালের রিপোর্টার। সেই পোর্টালের একটি কার্ডও পুলিশ উদ্ধার করেছে। বছর ৪৫এর অমিতাভর কথায় অসঙ্গতি রয়েছে। বর্তমানে অমিতাভ হুগলীর উত্তরপাড়ার বাসিন্দা বললেও সে হুগলীর জেলাশাসক কিংবা পুলিশ কমিশনারের নাম বলতে পারেনি। পাশাপাশি হুগলী জেলার কোন সাংবাদিকের নামও বলতে পারেনি অমিতাভ। অথচ সে নিজেকে রিপোর্টার বলে দাবী করে!
আরও পড়ুন- প্রচারের ইচ্ছে থাকলেও তালিকায় বাদ লকেট: ফের অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত বিজেপিতে



































































































































