১৫-১৮ বছর বয়সীদের করোনা টিকার পর ১৬ জনের মৃত্যু, মালা রায়ের প্রশ্নের জবাবে জানাল কেন্দ্র  

0
3

১৫-১৮ বছর বয়সীদের করোনা টিকাকরণের পর ১৬ জনের মৃত্যু হয়েছে। তৃণমূল সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক । তৃণমূল কংগ্রেসের সাংসদ মালা রায় তাঁর লিখিত প্রশ্নের মাধ্যমে জানতে চেয়েছিলেন, ১৫-১৮ বছর বয়সীদের টিকা দানের ক্ষেত্রে সরকারের চিন্তাভাবনা এবং কোভিড ১৯ এর পরে মানুষের মধ্যে যে সমস্ত উপসর্গ দেখা যাচ্ছে তার কারণে ঠিক কত জনের মৃত্যু হয়েছে। সেই প্রশ্নের উত্তরেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক-এর এই স্বীকারোক্তি। তিনি তার প্রশ্নের মাধ্যমে,কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেছেন, জনস্বাস্থ্যের জন্য বাজেট বরাদ্দ অনেক কমে গিয়েছে। সাংসদের এই প্রশ্নের জবাবে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী ড. ভারতী প্রবীন পাওয়ার কার্যত স্বীকার করে নিয়েছেন জনস্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ কম ছিল। এখন সেটাকে সংশোধন করে বাড়ানো হয়েছে।