ইচ্ছে থাকলেও যুক্তিহীন সংবিধানের জন্য আইপিএলের (IPL) ধারাভাষ্য দিতে পারেনি, এক সাংবাদিক সম্মেলনে এসে বিসিসিআইয়ের (BCCI) প্রতি ক্ষোভ উগরে দিয়ে এমনটাই জানালেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma) কোচের পদ ছাড়ার পর, ২০২২ আইপিএল থেকে ফের ধারাভাষ্যে ফিরছেন শাস্ত্রী। আর ফিরেই বিষ্ফোরক ভারতের প্রাক্তন কোচ।
এদিন এক সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ বলেন, “এটা আইপিএলের ১৫তম সংস্করণ। আমি প্রথম ১১ বছর ধারাভাষ্য দিয়েছি। তার পরে যুক্তিহীন সংবিধানের নির্বোধের মতো স্বার্থের সংঘাত শর্তে বাঁধা ছিলাম বলেই গত কয়েক মরশুমে আমি ধারাভাষ্য দিতে পারিনি।”
এদিকে একা শাস্ত্রীকেই নয়, এবছর আইপিএলে ধারাভাষ্য দিতে দেখা যাবে সুরেশ রায়নাকেও। এবার আইপিএলের মেগা নিলামে রায়নাকে নেয়নি কোনও ফ্র্যাঞ্চাইজি দল।
আরও পড়ুন:Ravi Shastri: আইপিএলের ম্যাচে নামার আগে আরসিবিকে ‘বিরাট’ বার্তা শাস্ত্রীর