২১ মার্চ দিনটিতে বিশ্বজুড়ে কবিতা উৎসব পালিত হয়। এবারও বিশ্বের বিভিন্ন প্রান্তে পালিত হয় এই উৎসব। এদিন জিজিসি ইউনাইটেড ক্লাবের আমন্ত্রণে মধ্যমগ্রামের গঙ্গানগরে ক্লাব মঞ্চে বিশ্ব কবিতা দিবস পালন করে ‘আমরা কবিতা প্রেমী’। ছোত-বড় সকলকে সঙ্গে নিয়ে এবছর ষষ্ঠ বার কবিতা পাঠের মধ্যে দিয়ে বিশ্ব কবিতা দিবস পালন করল ‘আমরা কবিতা প্রেমী’।
আরও পড়ুন:Abhisekh Chatterjee :প্রয়াত জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়
উৎসবে উপস্থিত হয়েছিলেন বিভিন্ন জেলা থেকে আসা ছোট-বড় সকলেই। কচিকাঁচা থেকে শুরু করে কবিতা প্রেমীরা এদিন একাধিক কবিতা পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে। এদিনের গোটা অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন কবি মুকুল দেব ঠাকুর, কবি মঞ্জু বন্দ্যোপাধ্যায় ও কবি সুশান্ত মুখোপাধ্যায়।
প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২১ মার্চ দিনটিকে বিশ্ব কবিতা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো। বিশ্বব্যাপী কবিতা পাঠ, রচনা, প্রকাশনা ও শিক্ষার প্রসার ঘটাতেই এই দিবসটি পালিত হয়। বিশ্ব কবিতা দিবস উপলক্ষে ইউনেস্কোর তরফে বলা হয়, এই দিবস বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক কবিতা আন্দোলনগুলিকে নতুন করে স্বীকৃতি ও গতি দান করবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.