Sunil Gavaskar: আইপিএল শুরুর আগে পাঞ্জাব কিংস দল নিয়ে কী বললেন সুনীল গাভাস্কর?

0
3

২৬ মার্চ থেকে শুরু হবে আইপিএল (IPL)। তারই প্রস্তুতি ব‍্যস্ত সব দল গুলি। ২৭ মার্চ রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে খেলতে নামবে প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস (Punjab Kings)। আর সেই পাঞ্জাব কিংসকে নিয়ে বড় বার্তা দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর (Sunil Gavaskar)। এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন, পাঞ্জাব এখনও পর্যন্ত ট্রফি জেতেনি। আমার মনে হয় না এবার তাদের দলে কোনও এমন ক্রিকেটার রয়েছে যে পার্থক্য গড়ে দিতে পারে।

পাঞ্জাব দলে রয়েছেন শিখর ধাওয়ান, কাগিসো রাবাডা, জনি বেয়ারস্টোর মতন ক্রিকেটার। এক সাক্ষাৎকারে গাভাস্কর বলেন,” পাঞ্জাব এখনও পর্যন্ত ট্রফি জেতেনি। আমার মনে হয় না এবার তাদের দলে কোনও এমন ক্রিকেটার রয়েছে যে পার্থক্য গড়ে দিতে পারে। তবে এটা ওদের জন্য ভালও হতে পারে। প্রত্যাশা না থাকলে চাপও কম থাকে।”

এরপাশাপাশি গাভাস্কর আরও বলেন,” চাপ কম থাকলে ক্রিকেটাররা অনেক ভাল ভাবে খেলতে পারে। সেই জন্য মনে হয়, পাঞ্জাব অবাক করে দিতে পারে। কিন্তু ওরা ট্রফি জিতবে? সেটা আমার মনে হয় না। এটা এমন একটা টি-২০ প্রতিযোগিতা যেখানে সব সময় জিততে হবে।”

আরও পড়ুন:CSK: সিএসকের অধিনায়কত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি, নতুন নেতা রবীন্দ্র জাদেজা