এবার বগটুইকাণ্ডে সাসপেন্ড করা হল রামপুরহাট থানার আইসি-কে

0
1

এবার বগটুইকাণ্ডে সাসপেন্ড করা হল রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে (IC Tridip Pramanik)। বৃহস্পতিবার রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজিপি আইন-শৃঙ্খলা বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠীকে চিঠি দিয়ে ত্রিদীপ প্রামাণিককে বরখাস্ত করার নির্দেশ কার্যকর করতে বলেছেন।

রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে, কর্তব্যে গাফিলতির জন্য আইসি ত্রিদিব প্রামাণিককে (IC Tridip Pramanik) সাপপেন্ড করা হয়েছে। সোমবার ডিজিপি মনোজ মালব্য জানিয়েছিলেন, বগটুই গ্রামের একাধিক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার জেরে আট জনের মৃত্যুর ঘটনায় রামপুরহাটের আইসি ত্রিদীপ এবং এসডিপিও সায়ন আহমেদকে ক্লোজ করা হয়েছে। এ বার কর্তব্যে গাফিলতির জন্য ত্রিদীপকে সাসপেন্ড করা হল।

আরও পড়ুন-দ্রুত বেআইনি অস্ত্র উদ্ধারের নির্দেশ মুখ্যমন্ত্রীর, এডিজি-র চিঠি দেল পুলিশ সুপারদের কাছে

সোমবার রাতে বগটুই গ্রামে খুন হন তৃণমূল কংগ্রেসের স্থানীয় উপপ্রধান ভাদু শেখ৷ তার ঠিক কয়েকঘণ্টার মধ্যেই বগটুই গ্রামের কয়েকটি বাড়িতে আগুন লাগে৷ অগ্নিকাণ্ডের (Rampurhat Violence) ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে৷ গতকাল বীরভূম জেলা গোয়েন্দা দফতরের এক অফিসার এবং ১২ সিভিক ভলেন্টিয়ারকে সাসপেন্ড করেছেন বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী (Police Super Nagendra Nath Tripathi)৷