Metro: শিয়ালদহ মেট্রো চালুর আগেই বোর্ডে বাংলা বানান বিতর্ক

0
1

এখনও চালু হয়নি,তার আগেই বিতর্কে শিয়ালদহ মেট্রো (Sealdah Metro)। ঝাঁ চকচকে মেট্রো স্টেশন, আর কয়েকদিনের মধ্যেই শুভ উদ্বোধন কিন্তু হঠাৎ ছন্দপতন! মেট্রো স্টেশনের(Metro Station) বোর্ডে এত বাংলা বানান(Bengali Spelling) ভুল? গাফিলতি নাকি অবহেলা আর উদাসীনতার চরম নিদর্শন?

সর্বকালীন রেকর্ড গড়ল আন্টার্কটিকা, পুড়ছে দক্ষিণ মেরু

বাংলার বুকে আরও এক নতুন মেট্রো যাত্রা শুরু হতে চলেছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর নয়া রুটের অন্যতম বড় স্টেশন শিয়ালদহ, আর সেই স্টেশনেই কিনা এত মারাত্মক ভুল? পরিষেবাস্থলে নানা নির্দেশ ও পরামর্শ ইংরেজি হিন্দির পাশাপাশি বাংলাতেও লেখা। কিন্তু সেই বাংলা নিয়েই চরম বিতর্ক! ভুল আর বিভ্রান্তিতে ভরা নির্দেশাবলীর বোর্ড। ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশনে প্রবেশ করলেই, মূল গেট দিয়ে ঢুকে টিকিট কাউন্টারের পাশে রয়েছে নির্দেশিকা বোর্ডটিকে। ‘সল্টলেক স্টেডিয়াম’ সেখানে হয়ে গিয়েছে ‘সল্ট লেক স্টেডিয়ায।’সেক্টর ফাইভ লেখাটাও বড় অদ্ভুত। ‘স্টেশন’শব্দ লেখা হয়েছে‘স্টেশান’হিসেবে। এরপর চোখ রাখবেন অন্যান্য নিয়মাবলীতে। ‘প্ল্যাটফর্ম’হয়ে গিয়েছে ‘প্যাটফর্ম’,ট্রেনের ছাদ হয়ে গেছে ‘ছাত’ উঠবেন না। এগুলো নমুনা মাত্র, ভুলের তালিকা দীর্ঘ। স্বভাবতই প্রশ্ন তাহলে কি মেট্রো কর্তৃপক্ষের বা সংশ্লিষ্ট বিভাগের কারোর বাংলা ভাষা জানা নেই?

উত্তর নেই কারোর কাছে। কী করে এত বড় ভুল হয়? কর্তৃপক্ষ দায় এড়াচ্ছে, তাঁদের বক্তব্য,স্টেশন পুরদস্তুর চালু হওয়ার আগে সব চেক করা হবে। বুধবার এমনটাই জানান ইস্ট-ওয়েস্ট মেট্রো নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল-এর জিএম এ কে নন্দী।
যদিও বিষয়টিকে এত হালকা ভাবে নিতে পারছে না অনেকেই। তাঁদের অভিযোগ, বাংলা ভাষার প্রতি অবহেলা ও তুচ্ছ—তাচ্ছিল্যেরই প্রতিফলন ঘটেছে কেন্দ্রীয় সরকারি এই পরিষেবায়। তাহলে কি এখানেও বাংলাকে অবহেলা করার চেষ্টা নাকি ষড়যন্ত্র?