রাহুল ভেকের (Rahul Bheke) গোলে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েও শেষরক্ষা হল না ভারতের (India)। বুধবার আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলিতে বাহরিনের (Bahrain) কাছে ১-২ গোলে হেরে গেল ইগর স্টিমাচের দল।

ফিফা ক্রমতালিকায় এই মুহূর্তে বাহরিন ৮৯তম স্থানে। ১০৪ নম্বরে থাকা ভারতের কাছে এই ম্যাচ যে হাড্ডাহাড্ডি হতে চলেছিল, তা আগেই টের পাওয়া যাচ্ছিল। ম্যাচে প্রথম থেকেই চলে আক্রমণের ঝড়। ম্যাচের ৮ মিনিটের মাথায় পেনাল্টি পায় বাহরিন। কিন্তু মেহদি হুমাইদানের শট বাঁচিয়ে দেন গোলরক্ষক গুরপ্রীত সিং সাঁধু। ৩৭ মিনিটে মোহকমেদ হারদান গোল করে এগিয়ে দেন বাহরিনকে। এরপর আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব্যর্থ হয় ভারত। যার ফলে প্রথমার্ধ থাকে ১-০।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় টিম ইন্ডিয়া। যার ফলে ৫৯ মিনিটে রোশন সিং-এর ক্রস থেকে দুরন্ত হেডে গোল করে ভারতকে সমতায় ফেরান রাহুল ভেকে। কিন্তু এই ব্যবধান বেশিক্ষন ধরে রাখতে পারেনি ব্লুজরা। যার ফলে ম্যাচ শেষ হওয়ার দু’মিনিট আগে গোল করে বাহরিনের হয়ে ২-১ করেন আল হুমাইদান।
আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস












































































































































