India Team: বাহরিনের বিরুদ্ধে হারলেও দলের খেলায় খুশি স্টিমাচ

0
2

বুধবার বাহরিনের (Bahrain) বিরুদ্ধে আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলিতে ২-১ হেরেছে ভারত (India)। দল হারলেও দলের খেলায় খুশি ভারতীয় কোচ ইগর স্টিমাচ। বিশেষ করে রোশন সিং-এর খেলা মুগ্ধ করেছে ভারতীয় কোচকে।

সাংবাদিক সম্মেলনে এসে রোশনের প্রশংসায় স্টিম্যাচ বলেন, “আমি খুবই খুশি তরুণ রোশন সিংয়ের ব্যাপারে, যিনি নিজেকে প্রমাণ করে দিয়েছেন ভবিষ্যতের ভারতীয় তারকা হওয়ার, শুধু আইএসএল নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও সফল।”

দল হেরেছে, এই হার সত্ত্বেও দলের খেলায় ইতিবাচকতা দেখছেন স্টিম্যাচ। তিনি বলেন, “ছেলেদের জন্য খুব ভালো দিন ছিল অভিজ্ঞতা অর্জনের জন্য। ওরা সকলে ভালো করেছে এবং প্রতিদ্বন্দ্বীতা করে যেতে হবে জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য।”

আরও পড়ুন:KKR: ধোনিদের বিরুদ্ধে নামার আগে প্রস্তুতি ম‍্যাচ খেলল কেকেআর