করোনা(Corona) এখন নিয়ন্ত্রণে, প্রায় মাস দেড়েক টানা নিম্নমুখী করোনা গ্রাফ। বিশ্বে করোনা(Corona) দাপট দেখালেও অনেকটা নিশ্চিন্তে ভারত। দৈনিক আক্রান্তের সংখ্যাটা নেমে এসেছে ২০০০ এর নিচে। গতকাল অর্থাৎ বুধবার করোনা বিধি নিষেধ তুলে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার (central Government)।কিন্তু এই ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই ফের বাড়ল সংক্রমণ।
অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৮ জন। যা গতকালের তুলনায় সামান্য বেশি। ৩১ মার্চ থেকে মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা ছাড়া আর কোনও করোনা বিধি মানতে হবে না দেশবাসীকে। অথচ সংক্রমণ গ্রাফ ফের চড়ছে। রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৬৭ জন। বুধবার যা ছিল ৬২। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ৬৭২ জনের।

তবে স্বস্তি দেশের সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৭৫ হাজার ৫৮৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ২ হাজার ৫৩১ জন। সব মিলিয়ে দেশের করোনা পরিস্থিতি স্বস্তিদায়ক ।








































































































































