laluprasad yadav : সংক্রমণ বাড়ছে, ফের এইমসে ভর্তি করানো হল লালুপ্রসাদকে

0
2

ফের দিল্লির এইমসে ভর্তি করানো হল আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবকে (laluprasad yadav )।  হাসপাতাল সূত্রে জানা গিয়েছে লালুর সংক্রমণ ক্রমশ বাড়ছে। লালুপ্রসাদের ক্রিয়েটিনিনের মাত্রা দ্রুতহারে বাড়ছে। তাই সর্বক্ষণ তাঁকে নজরে রাখা প্রয়োজন। মঙ্গলবার রাতভর নজরে রাখার পর বুধবার ভোর ৩টে নাগাদ দিল্লি এইমস থেকে ছেড়ে দেওয়া হয় আরজেডি নেতা লালু প্রসাদ যাদবকে। কিন্তু বেলা গড়তেই দুপুর সাড়ে বারোটা নাগাদ তাঁকে আনা হয় এইমসের ইমার্জেন্সিতে।