Petrol Diesel:ভোট মিটতেই টানা দুদিন দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

0
2

আশঙ্কাকে সত্যি করে পাঁচ রাজ্যের ভোট মিটতেই ফের লাগাতার বাড়তে শুরু করেছে জ্বালানির দাম।মঙ্গলবারের পর বুধবারও দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। বুধবার পেট্রোলের দাম গতকালের তুলনায় বাড়ল ৮৩ পয়সা। ডিজেলের বাড়ল ৮০ পয়সা।

আরও পড়ুন:ক্ষত সারিয়ে বড় উত্থান শেয়ার বাজারের, ৬৯৬ পয়েন্ট বৃদ্ধি সেনসেক্সের

কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৬.৩৪ টাকা দাঁড়ালো। এবং ডিজেলের দাম বেড়ে ৯১.৪২ টাকায় পৌঁছেছে।

সরকারি তেল সংস্থাগুলি প্রায় চার মাস পর ২১ মার্চ দাম বৃদ্ধির ঘোষণা করে পেট্রোল ও ডিজেলের ৷ ২২ মার্চ সকাল থেকে কার্যকর হয় সেই দাম।এরপর মঙ্গলবার থেকেই ফের ঊর্ধ্বমুখী পেট্রোল -ডিজেলের মূল্য।
একনজরে দেখে নেওয়া যাক দেশের কোন কোন শহরে জ্বালানির দাম আকাশছোঁয়া-
দিল্লিতে এদিন পেট্রোলের নতুন দাম ৯৭.০১ ডিজেলের নতুন দাম ৮৮.২৭টাকা। মঙ্গলবার মুম্বইয়ে পেট্রোলের নতুন দাম ১১১.৬৭টাকা এবং ডিজেলের দাম ৯৫.৮৫টাকা। চেন্নাই পেট্রোলের নতুন দাম ১০২.৯১টাকা এবং ডিজেলের দাম ৯২.৯৫টাকা।

প্রসঙ্গত পেট্রোল-ডিজেলের পাশাপাশি রান্নার গ‌্যাসের দাম একলাফে ৫০ টাকা বেড়েছে। সোমবার মধ‌্যরাত থেকে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৯২৬ টাকা থেকে বেড়ে ৯৭৬ টাকা হয়েছে।

ভোটের জন্য কেন্দ্র গত তিনমাস পেট্রল ও ডিজেলের দাম বাড়ায়নি, কিন্তু এবার কি আবার রোজ পেট্রল ও ডিজেলের দাম বাড়া শুরু হবে? সাধারণ মানুষের কাছে এটাই এখন বড় প্রশ্ন। রান্নার গ্যাসের সিলিন্ডারের দামও যে অচিরে হাজার টাকা ছাড়াবে তা বলার অপেক্ষা রাখে না।