Russia-Ukraine : ভারতকে পাশে পেতে মরিয়া ব্রিটেন, কথা মোদি-বরিসের

0
1

রাশিয়ার আগ্রাসী মনোভাব নাকি ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা, এই দুই বিষয় নিয়ে আপাতত দ্বিধাবিভক্ত বিশ্ব। ইতিমধ্যেই অমেরিকা এবং ইউরোপের একাধিক দেশ এই যুদ্ধের বিরোধিতা করে ইউক্রেনের পাশে এসে দাঁড়িয়েছে। অন্যদিকে চিন, সংযুক্ত আরব আমিরশাহি এবং ভারত রাশিয়ার পক্ষেই রয়েছে। তবে  ভারতকে পাশে পেতে মরিয়া ব্রিটেন। আর সেই উদ্দেশ্যেই মঙ্গলবার দীর্ঘক্ষণ বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং  ব্রিটিশ প্রধানমন্ত্রী  বরিস জনসন। বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে যে, মোদি আন্তর্জাতিক আইনকে মান্যতা দিয়ে রাশিয়া-ইউক্রেন দুই দেশের সার্বভৌমত্ব রক্ষার পক্ষেই সওয়াল করেছেন। অন্যদিকে ব্রিটেনের মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেনের ভয়াবহ পরিস্থিতি নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে কথাবার্তা হয়েছে। দুজনেই ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে সহমত হয়েছেন।