সাতপাকের বন্ধন কয়েক মুহূর্তেই শেষ! রোগের জ্বালা সহ্য করতে পারেন নি স্ত্রী(Wife), বেছে নেন আত্মহত্যার(Suicide)পথ, এ খবর পাওয়া মাত্রই নিজেকে সামলাতে পারেন নি স্বামী(Husband), আচমকাই হৃদরোগে আক্রান্ত (Heart Attack)হয়ে মারা গেলেন তিনিও। বেহালার(Behala) কলাবাগান এলাকার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
laluprasad yadav : আপাতত স্থিতিশীল, এইমস থেকে ছাড়া পেলেন লালুপ্রসাদ
বেহালার বিএল সাহা রোডের কলাবাগান এলাকার দম্পতি পিংকি ঘরামি ও রাজেশ ঘরামি। পারিবারিক সূত্রে জানা যায় নার্ভজনিত সমস্যা ছিল বছর তিরিশের পিংকি ঘরামির। বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। আর্থিক অবস্থা ঠিক না হওয়ায় সঠিক ভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। তাই পারিবারিক অশান্তি পাশাপাশি মানসিক অবসাদ বাড়ছিল। শেষমেশ আর ধৈর্য রাখতে না পেরে নিজের ঘরেই গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী (Suicide)হন পিংকি। তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার সময় বাড়ি ছিলেন না স্বামী, পরে সবটা জানতে পেরে অসুস্থ হয়ে পড়েন। এরপর স্নান করতে গিয়ে শৌচালয়ের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। জোড়া মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার তথা এলাকা।