মার্চ মাসেই পরপর চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। আর্থিক লেনদেন বা ব্যাঙ্কের অন্য কাজকর্ম বাকি থাকলে ভুগতে হবে আপনাকেই। তাই দেরি না করে সেরে ফেলুন ব্যাঙ্কের সমস্ত কাজ। দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, বিভিন্ন কর্মচারী সংগঠনের তরফে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে ৷ আর এই ধর্মঘটের জেরে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হতে পারে। স্বভাবতই সমস্যার সম্মুখীন হতে পারেন সাধারণ মানুষ।
আরও পড়ুন:স্কুলের পোশাকে বিশ্ব বাংলা লোগো : এটা রাজ্য সরকারের ব্র্যান্ড, সাফ জানালেন মুখ্যমন্ত্রী
আগামী ২৮ ও ২৯ মার্চ (সোম ও মঙ্গলবার) ব্যাঙ্ক ইউনিয়নের তরফে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তার আগে ২৬ তারিখ অর্থ্যাৎ শনিবার ও তারপর রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক। ফলে ২৬ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে ব্যাঙ্ক।
IBA-এর তরফে বিবৃতিতে বলা হয়েছে, ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রতিবাদে ও অনান্য একাধিক দাবি জানিয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন(AIBEA),ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া(BEFI) এবং অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন(AIBOA) নোটিস জারি করে দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের বিষয়ে জানিয়েছে। স্বভাবতই ধর্মঘটের জেরে ব্যাঙ্কের কাজ কিছুটা হলেও প্রভাবিত হতে চলেছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.