বিধানসভায়(Assembly) প্রশ্নোত্তর পর্বে শিক্ষক নিয়োগ নিয়ে খুশির খবর শোনালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি বলেন, “খুব দ্রুত রাজ্যে শিক্ষক নিয়োগ শুরু হবে।” নিয়োগ নিয়ে কিছু সমস্যা চলছে বলে মেনে নিয়ে মঙ্গলবার, অধিবেশনে শিক্ষামন্ত্রী (Education Minister) জানান, আগামীদিনে কোনও শূন্য পদ থাকবে না। মুখ্যমন্ত্রী (CM)বলেছেন যাতে সব পদে নিয়োগ হয়। সেভাবেই এগনো হচ্ছে।

কীভাবে এই পদ্ধতি চলছে সেটি বিস্তারিত না বললেও, নিয়োগ করা বিষয়ে সুনিশ্চিত করে ব্রাত্য। তিনি জানান, নিয়োগের ক্ষেত্রে নিজের এলাকাতে মিলবে চাকরি। নিজের জেলা, সদর, মহুকুমার বিদ্যালয়ে পড়ানোর সুযোগ দেওয়া যায় সেই প্রচেষ্টা চলছে। একটা পোর্টাল বানানো হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।











































































































































