Sourav Ganguly: ইডেনে কোন ছবি দেখে থেমে দাঁড়ালেন সৌরভ, সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন সেকথা

0
1

ইডেনে নিজের একটি ছবি দেখে থেমে দাঁড়ালেন ভারতের (India) প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট (BCCI President) সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সেই কথা নিজের সোশ্যাল মিডিয়ায় সেকথা আবার নিজেই জানালেন বিসিসিআই প্রেসিডেন্ট। যেই ছবির কথা বলা হচ্ছে তা হল, ২০০৭ সালে ইডেনের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে মহারাজের শতরান। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই ইনিংস যেমন ভুলতে পারেননি দর্শক, তেমনই ভুলতে পারেননি মহারাজ নিজেও।

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন,” ইডেনে এই ছবিটা দেখলাম। এই মাঠে আমার শতরানের পর। দারুণ স্মৃতি।”

পাকিস্তানের বিরুদ্ধে সেই ম্যাচে ১৫৬ বলে ১০২ রান করেছিলেন সৌরভ। আর সেই স্মৃতি আজও টাটকা মহারাজের মনে।

আরও পড়ুন:India Team: বাহরিনের বিরুদ্ধে কোন স্ট্র‍্যাটেজিতে নামছে ভারত? কী বললেন স্টিমাচ?