বিশ্বের ১০০ দূষিত শহরের মধ্যে ৬৩ টি ভারতীয় শহর, প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

0
1

দিনে দিনে বায়ুদূষণ(air pollution) ভয়াবহ আকার নিয়েছে দেশে। আর সেই পরিস্থিতি যে কতখানি ভয়াবহ হয়ে উঠেছে সম্প্রতি প্রকাশ্যে এলো সেই রিপোর্ট। সুইস সংস্থা আইকিউএয়ার (IQAir)-এর তরফে যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তা রীতিমতো চাঞ্চল্যকর। দেখা যাচ্ছে সারা পৃথিবীর ১০০ টি দূষিত জায়গার তালিকা ৬৩ টা ভারতের(India)। শুধু তাই নয়, রিপোর্টে দাবি করা হয়েছে ভারতের গড় বায়ু দূষণ ৫৮.১ মাইক্রোগ্রামস প্রতি কিউবিক মিটার, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া স্ট্যান্ডার্ডের ১০ গুণেরও বেশি। পাশাপাশি ভারতের কোনও শহর বিশ্ব স্বাস্থ্য সংস্থার(WHO) বেঁধে দেওয়া মান ছুঁতেই পারেনি।

আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত রিপোর্টে পৃথিবীর মধ্যে দূষণের নিরিখে শীর্ষে রয়েছে রাজস্থানের ভিওয়াড়ি। এটাই পৃথিবীর সবচেয়ে দূষিত স্থান। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ। তৃতীয় স্থানে অবশ্য চিনের হোটান। এই তালিকায় বিশ্বের দূষিত ১৫ টি শহরের মধ্যে ১০ টি ভারতের। আর এর বেশিরভাগই রাজধানীর পার্শ্ববর্তী শহর। রাজধানী দিল্লিতেও গত বছরের তুলনায় দূষণ বেড়েছে ১৫ শতাংশ এবং হু-এর স্ট্যান্ডার্ডের ২০ গুণ বেশি দূষণ রয়েছে দিল্লিতে।

আরও পড়ুন:কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলির অধীনে কলেজগুলিতে ভর্তিতে নয়া নিয়ম UGC-র

এর পাশাপাশি ১০০ টি দূষিত শহরের তালিকায় ৬৩ টি ভারতীয় শহরের বেশির ভাগটাই হরিয়ানা উত্তরপ্রদেশের। প্রথম ১৫টি দূষিত শহরের তালিকায় দশটি ভারতের একটি চিনের এবং চারটি পাকিস্তানের। ভারতের ছটি মেট্রো সিটি দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদের মধ্যে একমাত্র চেন্নাইতেই গত এক বছরে দুষণের মাত্রা বাড়েনি। বাকি সব কটি শহরের হাল অত্যন্ত খারাপ।