রামপুরহাটে(Rampurhat) ৮ মৃত্যুর ঘটনায় এবার তৎপর হয়ে উঠল কেন্দ্র। আগামী ২৪ ঘন্টার মধ্যে গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট(Report) তলব করা হয়েছে রাজ্যের কাছে। শুধু তাই নয়, আগামী ৭২ ঘণ্টার মধ্যে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের আসবে কেন্দ্রের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকদের এক প্রতিনিধি দল।

বীরভূমের রামপুরহাটে ৮ জনের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। সরকারের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই মৃত্যুর সঙ্গে রাজনীতির কোন যোগ নেই। তবে রামপুরহাট কাণ্ডকে হাতিয়ার করে ময়দানে নেমে পড়েছে রাজ্য বিজেপি। এদিন দিল্লিতে এই ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করে বিজেপি প্রতিনিধি দল। যে দলে ছিলেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিংয়ের মত নেতৃত্বরা। রাজ্য বিজেপির তরফে শাহ সাক্ষাতের পরই গোটা ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের(Home ministry) তরফে। জানা গিয়েছে, এই ঘটনার বিস্তারিত জানতে বিজেপির পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল আসবে রামপুরহাটের বগটুই গ্রামে।
আরও পড়ুন:Mithali Raj: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জিতে পরবর্তী ম্যাচ নিয়ে চিন্তাভাবনা শুরু মিতালি রাজের
পাশাপাশি এদিন কেন্দ্রীয় দল পাঠানোর ঘটনার তীব্র নিন্দা করেছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “যে কোনও মৃত্যু দুর্ভাগ্যজনক। শোনা যাচ্ছে যে এই ঘটনার জন্য কেন্দ্র টিম পাঠাচ্ছে। রাজ্য সরকার ইতিমধ্যেই প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ আধিকারিকদের ক্লোজ করা হয়েছে। সিট গঠন হয়েছে। এই বৃহত্তর রাজনৈতিক ষড়যন্ত্রের পূর্ণাঙ্গ তদন্ত হবে। রাজ্যের পাশে না দাঁড়িয়ে টিম পাঠানো নিন্দনীয় ঘটনা।”
পাশাপাশি দুর্ঘটনাস্থল পরিদর্শন এরপর মঙ্গলবার রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, “তৃণমূলকে বদনাম করতেই রামপুরহাটে উত্তেজনা তৈরী করা হয়েছে। যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক। ঘটনার সঙ্গে যারাই যুক্ত থাকুক না কেন আইন আইনের পথে চলবে। দ্রুত তদন্ত করে দোষীদের যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে।”













































































































































