তৃণমূলকে বদনাম করতেই রামপুরহাটকাণ্ড, দোষীরা শাস্তি পাবেই: ফিরহাদ

0
1

তৃণমূলকে বদনাম করতেই রামপুরহাটের (Rampurhat) উত্তেজনা তৈরি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে এই মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম (Minister Firhad Hakim)। সঙ্গে ছিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। পরিদর্শনের পরে সার্কিট হাউজে (Circuit House) সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরদাহ হাকিম (Minister Firhad Hakim) বলেন, তৃণমূল (TMC) নেতাকে খুন করার পর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। অত্যন্ত মর্মান্তিক ঘটনা।

আরও পড়ুন: রামপুরহাটের ঘটনায় রাজনৈতিক যোগ নেই, মৃত ৮: মনোজ মালব্য

এই ঘটনায় যারাই যুক্ত থাকুক না কেন, আইন আইনের পথে চলবে। দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হবে বলে মন্তব্য করে ফিরহাদ বিরোধীরা এই ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে। তার জবাবে তৃণমূল নেতা বলেন, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে একাধিক গণহত্যা হয়েছে। কিন্তু সেখানে দোষীরা শাস্তি পায়নি। কিন্তু বাংলায় কোনও ঘটনা ঘটলে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়।