প্রয়াত জনপ্রিয় র‍্যাপার ধর্মেশ পারমার

0
3

মাত্র ২৪ বছরেই প্রয়াত ‘গার্লি বয়’ ওরফে বিখ্যাত র‍্যাপার ধর্মেশ পারমার। তাঁর মৃত্যুতে  সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করলেন ‘গালি বয়’ অভিনেতা রণবীর সিং এবং সিদ্ধান্ত চতুর্বেদী। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।


আরও পড়ুন:Hilsa in Digha:বসন্তে ইলিশের ভিড় দিঘার সমুদ্র তটে, মন ভরছে ক্রেতাদের

মুম্বইয়ের ‘স্ট্রিট র‌্যাপার’ এমসি তোড় ফোড় তাঁর গুজরাতি ভাষায় র‌্যাপের লিরিক্সের জন্য বিখ্যাত ছিলেন। র‌্যাপ সঙ্গীত ও র‌্যাপারদের নিয়ে তৈরি জনপ্রিয় ছবি ‘গালি বয়’-এর অন্যতম সাউন্ডট্র্যাক আর্টিস্টও ছিলেন তিনি। রণবীর সিং তাঁর জনপ্রিয় ছবি ‘গালি বয়’-তে একজন র‌্যাপারের চরিত্রে অভিনয় করেছেন। সেই ছবির অন্যতম গান ‘ইন্ডিয়া ৯১’-এ রণবীর গলায় গানটি গেয়েছিলেন ধর্মেশ। এদিন সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে পোস্ট করেন রণবীর সিং।

প্রয়াত র‍্যাপারের মৃত্যূতে শোকপ্রকাশ করেন রণবীর সিং ও সিদ্ধান্ত চতুর্বেদী। গুজরাতি শিল্পীর কথোপকথনের একটি স্ক্রিনশটের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে তারা একে অপরকে প্রশংসা করছেন বলে দেখা যায়।