বসন্তের শেষবেলায় রাঙিয়ে দেওয়ার পালা। আকাশে বাতাসে লাল-নীল-হলুদ-সবুজ আবিরে মেতে উঠেছে সকলে। দোলের দিন মধ্যমগ্রামে আম্রকুঞ্জ বিতানে সকাল থেকেই রঙের খেলায় মেতে ওঠে মধ্যমগ্রামের সমর্পণ সেবা ট্রাস্টের সকলেই। একঝাঁক কচিকাঁচাদের নিয়ে শান্তিনিকেতনের বসন্ত উৎসবের ধাঁচে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।কচিকাঁচাদের সঙ্গে তাল মিলিয়ে নাচে-গানে মতিয়ে রাখেন বড়রাও।
আরও পড়ুন:Amir khan : দ্য কাশ্মীর ফাইলস প্রত্যেক ভারতীয়র দেখা উচিত , বললেন আমির
জমজমাটি বসন্ত উৎসবে মুগ্ধ দর্শকরাও। এদিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কবি আরণ্যক বসু, কবি মঞ্জু বন্দ্যোপাধ্যায় রায়, ডঃ ঐন্দ্রিল ভৌমিক , চিত্রশিল্পী তপন পাঠক ,ইন্দ্রজিৎ বেরা, সাংবাদিক তাপস মজুমদার সহ আরও অনেকে। সমর্পনের ফাগুনের উৎসবে সহযোগী পার্টনার হিসাবে ছিলেন মধ্যমগ্রাম সৃষ্টির পথে ও বোলেরো ডান্স একাডেমি। সাংস্কৃতিক পরিকল্পনায় সহযোগী ছিলেন নৃত্যায়ন।
সংগঠনের মুখ্য উপদেষ্টা পিকলু চন্দ জানান, শিশুদের শৈশবে রঙের ছোঁয়া ফিরিয়ে দিতেই ফাগুনের উৎসবের আয়োজন। ওদের মুখের হাসিই আমাদের ভালো কাজের প্রেরণা। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন কবি মুকুলদেব ঠাকুর এবং পিকলু চন্দ।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.