রামপুরহাটকাণ্ডে ফের রাজ্যকে নিশানা রাজ্যপালের, বৃহত্তর ষড়যন্ত্র: পাল্টা তোপ কুণালের

0
1

রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান খুন ও তার পরবর্তী সময়ে অগ্নিসংযোগের ঘটনায় দ্রুত সিট গঠন করে তদন্ত শুরু করেছে রাজ্য সরকার। কিন্তু তা সত্ত্বে রাজ্যকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। এই ঘটনায় রাজ্যপালের টুইটে অনভিপ্রেত বলে মন্তব্য করে, এটিকে তৃণমূলের (TMC) বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র বলে তোপ দাগেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)।

যে কোনও বিষয়ের মতো, এই ঘটনা নিয়েও টুইট (Tweet) করেন তিনি। নিজের টুইটার হ্যান্ডেলে ধনকড় লেখেন, “ভয়াবহ হিংসা এবং অগ্নিসংযোগ #রামপুরহাট #বীরভূম রাজ্যের অপশাসন ও হিংসার ইঙ্গিত দেয়। ইতিমধ্যে আটটি প্রাণ হারিয়েছে। মুখ্য চিবের কাছে ঘটনার বিষয়ে জরুরি আপডেট চাই। শোকাহত পরিবারকে সমবেদনা জানাই।“

আরও পড়ুন:একাধিক ফৌজদারি মামলায় বিদ্ধ পাঞ্জাবে আপের মন্ত্রীরা!

রাজ্যপালের এই মন্তব্যকে অনভিপ্রেত বলে মন্তব্য করে কুণাল ঘোষ বলেন, তৃণমূলের বিরুদ্ধে একটি বৃহত্তর ষড়যন্ত্র চলছে। প্রথমে ভাদু শেখকে খুন ও পরবর্তী ঘটনা ঘটেছে। এটা তৃণমূল তথা বাংলাকে টার্গেট করে পরিকল্পিত ভাবে ঘটানো হয়েছে। রাজ্যের যে কোনও ঘটনা নিয়েও প্রশাসনকে কাঠগড়ায় তোলেন রাজ্যপাল। যেখানে এই ঘটনায়র তদন্তে তৎপর প্রশাসন। দফায় দফায় উচ্চ পর্যায়ে বৈঠক করে একাধিক পদক্ষেপ করা হয়েছে।