Weather-Bengal : উত্তরে হালকা বৃষ্টি হলেও কলকাতাসহ দক্ষিণবঙ্গে গরম আরো বাড়বে

0
2

কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন আবহাওয়া শুষ্ক থাকবে। গরম আরো বাড়বে। আজ ও কাল অর্থাৎ সোম ও মঙ্গলবার পূর্ব মেদিনীপুর -পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। এখন যেমন স্বাভাবিকের থেকে তিন-চার ডিগ্রি বেশি রয়েছে সেরকমই থাকবে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দার্জিলিং , কালিম্পং -এ খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে না।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। কিন্তু সেটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়ে রয়েছে । সোমবার সন্ধ্যের পরে এই গভীর নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এবং পরবর্তী ৪৮ ঘণ্টায় উত্তর দিকে এগিয়ে গিয়ে মায়ানমার উপকূলের দিকে পৌঁছবে। এবং ২৩ তারিখ সকালে মায়ানমারে পৌঁছাবে। তবে এর কোনো প্রভাব আমাদের পশ্চিমবঙ্গে পড়বে না। শুধুমাত্র উত্তর আন্দামানের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি এবং কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে।