BJP: কী দেখে টিকিট দিয়েছিলেন! ‘কামিনী-কাঞ্চন’ অভিযোগে এবার তোপ বিজেপি নেত্রী তৃষার

0
1

বিধানসভার পর থেকে ভরাডুবি বিজেপি (BJP)-র। সব নির্বাচনেই লজ্জার হার। এই নিয়ে আগএই সরব হয়েছেন পদ্মশিবিরের রাজ্যের প্রথমসারির অনেক নেতাই। এবার সরব হলেন খড়্গপুরের মহিলা মোর্চার সভানেত্রী তৃষা চাকলাদার চট্টোপাধ্যায় (Trisha Chakladar Chatterjee)। এলাকায় বিজেপি বিধায়ক তথা কাউন্সিলর হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) ঘনিষ্ট বলে পরিচিত তৃষা। তাঁর ফেসবুক পেজের কভারেও হিরণের সঙ্গে ছবি। সেই তৃষাই কয়েকদিন আগে তাঁর ওয়ালে লেখেন,
“বিজেপির যে মণ্ডল ও জেলা পদাধিকারীরা কাউন্সিলরের টিকিট পেল, তাদের বেশিরভাগই জামানত জব্দ- এবারে উচ্চ নেতৃত্বে কাছে প্রশ্ন যে কি এমন দেখে এদের টিকিট দিয়েছিলেন?? কামিনী নাকি কাঞ্চন???”

এই তৃষার অভিযোগের ভিত্তিতে গত ডিসেম্বরে বিজেপির উত্তর মণ্ডল সভাপতি দীপসোনা ঘোষ-কে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন তৃষা। সেই নেত্রীই এবার সরব কামিনী-কাঞ্চন নিয়ে।

 

পুরসভা নির্বাচনের আগেই হিরণের সঙ্গে বিজেপি-র মনোমালিন্য প্রকাশ্য আসে। হোয়াটস অ্য়াপ গ্রুপ ছেড়ে দেন হিরণ। পরে তাঁকে প্রার্থী করে ক্ষোভ কমানোর চেষ্টা করে গেরুয়া শিবির। জিতে নিজের পায়ের তলার জমি আরও শক্ত করেন হিরণ। এবার বিধায়ক ঘনিষ্ট বলে পরিচিত তৃষার পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন:Deganga-murder : ১৩ দিন পর উদ্ধার শিশুর বস্তাবন্দি দেহ, গ্রেফতার পুত্রসহ গৃহশিক্ষক