বিধানসভা নির্বাচনের পরের সব উপনির্বাচনেই জিতেছে তৃণমূল (TMC)। তবে, আগামী ২ উপনির্বাচনের প্রচারে এতটুকু ঢিল দিতে রাজি নয় তারা। সেই কারণে ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ তারকা প্রচারকদের নামের তালিকা প্রকাশ করল জোড়া ফুল শিবির। তালিকা গেল নির্বাচন কমিশনে।
বালিগঞ্জ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ও আসানসোল কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Shatrugan Sinha)। সোমবার মনোনয়ন জমা দিয়েছেন দুই প্রার্থী। এদিনই বালিগঞ্জ ও আসানসোল কেন্দ্রে উপনির্বাচনে প্রচারে ঝড় তুলতে তারকা প্রচারকদের তালিকা নির্বাচন কমিশনে পাঠাল তৃণমূল কংগ্রেস।
একনজরে তারকা প্রচারকদের তালিকা:
মমতা বন্দ্যোপাধ্যায়
সুব্রত বক্সি
পার্থ চট্টোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়
সৌগত রায়
ফিরহাদ হাকিম
অরূপ বিশ্বাস
সায়নী ঘোষ
জুন মালিয়া
দীপক অধিকারী (দেব)
নুসরত জাহান
মিমি চক্রবর্তী
মমতাবালা ঠাকুর
লাভলী মৈত্র
ব্রাত্য বসু
চন্দ্রিমা ভট্টাচার্য
শতাব্দী রায়
রাজ চক্রবর্তী
মনোজ তিওয়ারি
কাকলি ঘোষদস্তিদার
কৌশানী মুখোপাধ্যায়
কুণাল ঘোষ
কাঞ্চন মল্লিক
বিবেক গুপ্তা
কল্যাণ বন্দ্যোপাধ্যায়
মলয় ঘটক
অনুব্রত মণ্ডল
বালিগঞ্জ ও আসানসোল দুই কেন্দ্রেই ভোটগ্রহণ ১২ এপ্রিল। ফল ঘোষণা ১৪ তারিখ।
আরও পড়ুন- নিজের কেন্দ্রে হারলেও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে পুষ্করেই শিলমোহর বিজেপির