লক্ষ‍্যের দুরন্ত পারফরম্যান্সের জন‍্য শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সচিন তেন্ডুলকর

0
2

অল ইংল্যান্ড ওপেনের (All England Open Badminton Championship) ফাইনালে ওঠেও শেষ হাসি হাসতে ব‍্যর্থ হন লক্ষ‍্য সেন। ফাইনালে ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হেরে যান তিনি। অল ইংল্যান্ড ওপেনে হারলেও, লক্ষ‍্যের এই লড়াইকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সচিন তেন্ডুলকররা।

এদিন লক্ষ‍্যেকে কুর্নিশ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে লিখেছেন,” তোমার জন্য গর্বিত লক্ষ্য। অবিশ্বাস্য অধ্যবসায় এবং দৃঢ়তার পরিচয় দিয়েছ তুমি। তোমার লড়াই সকলকে অনুপ্রাণিত করেছে। আগামী দিনগুলির জন্য রইল শুভকামনা। আমি নিশ্চিত, তুমি সাফল্যের নতুন উচ্চতা স্পর্শ করবে।”

ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর লেখেন,” জীবনে ব্যর্থতা বলে কিছু হয় না। হয় তুমি জিতবে অথবা তার থেকে কিছু শিক্ষা নেবে। আমি নিশ্চিত, এই দুর্দান্ত অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের জন্য অনেক শিক্ষা নিয়েছ তুমি। আগামী প্রতিযোগিতা গুলোয় সাফল্যের জন্য আগাম শুভেচ্ছা রইল।”

আরও পড়ুন:Lakshya Sen: অল ইংল্যান্ড ওপেনের ফাইনালে হেরে গিয়ে কী বললেন লক্ষ‍্য?